ধর্মীয় গোঁড়ামি বা ধর্মান্ধতা বা কট্টরপন্থা মানুষের উন্নয়নের উপর কতটা প্রভাব বিস্তার করে?
ধর্মীয় গোঁড়ামি বা ধর্মান্ধতা বা কট্টরপন্থা হচ্ছে, রক্ষণশীল শক্তি পক্ষান্তরে উন্নয়ন অর্থাৎ মানুষের সামগ্রিক উন্নয়ন বা মানব সভ্যতার বিকাশ এবং অগ্রগমন হচ্ছে প্রগতিশীল শক্তি। তো,রক্ষণশীলতা এবং প্রগতিশীলতা হচ্ছে চিরন্তন দ্বান্দ্বিক…