ইসলাম ধর্মে উগ্রতা ও গোড়ামীর কোন স্থান নেই

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন যে, ইসলাম ধর্মে উগ্রতা ও গোড়ামীর কোন স্থান নেই।

আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ (শনিবার) রাজধানী তেহরানে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও পরিচালকদের এক সমাবেশে এ আহ্বান জানান। এ সময় সর্বোচ্চ নেতা আলেমদের তিনটি প্রধান দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। এগুলো হলো: এক-মানুষকে ধর্মীয় ও চিন্তাগত দিকনির্দেশনা দেওয়া, দুই-রাজনৈতিক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ গড়ে তোলা এবং তিন-সামাজিক সেবার ক্ষেত্রে নিজেদেরকে সম্পৃক্ত করা ও অন্যদের উৎসাহ দেয়া।

তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদেরকে সব অঙ্গনে সক্রিয় উপস্থিতির জন্য যোগ্যতা ও সচেতনতা বাড়াতে হবে।ইরানের সর্বোচ্চ নেতা দেশ ও সমাজে ধর্মের গুরুত্ব তুলে ধরে বলেন, “একটি সমাজে প্রয়োজনীয় অন্য সব কিছু থাকতে পারে, কিন্তু সমাজটি যদি ধর্ম ভিত্তিক না হয় তাহলে ওই সমাজের মানুষ ইহকাল ও পরকালে মারাত্মক ও কঠিন ক্ষতির শিকার হবে।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *