যা ঘটেছিল ৫ আগস্টে –

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণআন্দোলনে রূপ নেওয়ার পর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ও সরকারের ডাকা অনির্দিষ্টকালের কার‌ফিউ‌ চলছিল। একইসঙ্গে সরকার ৫-৭ আগস্ট তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এ পর্যায়ে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে একদিন এগিয়ে এনে ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এদিন সকাল থেকেই কারফিউর মধ্যে রাজধানীতে থমথমে পরিবেশ বিরাজ করে। কিন্তু হঠাৎ ঢাকামুখী জনস্রোতের একপর্যায়ে এদিন দুপুরে খবর আসে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন।২০২৪ সালের ৫ আগস্ট দিনটি ছিল সোমবার। কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও সহিংসতার জেরে এক দফা দাবি ওঠে শেখ হাসিনার পদত্যাগ। সেদিন বেলা ১১টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের। কারফিউ ভেঙে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন তারা। একপর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট লোকারণ্য হয়ে ওঠে। দুপুর দেড়টার কিছু পড়ে খবর ছড়িয়ে পড়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জনস্রোত আরও বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ।দুপুরের দিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর জানায়, জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি খবর প্রকাশ করে জানায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। সামাজিক মাধ্যমে হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ঢাকায় ধীরে ধীরে ইন্টারনেট সচল হতে থাকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *