ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর ফতোয়া বিভাগে থাকা কালীন সময়ে লিখিত একটি গুরুত্বপূর্ণ ফতোয়া।
প্রশ্ন
১। বিদ্আত কাকে বলে ও এর হুকুম কি? বিদআত চিনার উপায় কি? এবং কোন বিষয়ে সন্দেহ হলে করণীয় কি?
২। মাহফিলে মীলাদ ও তাতে কিয়াম করার বিধান কি? এটা কখন থেকে চালু হয় এবং এর ইতিহাস কি?
৩। ওরসের শরয়ী বিধান কি?
৪। ঈসালে সওয়াবের উদ্দেশ্যে যিয়াফত করা কি? এর জন্য বিশেষ কোন দিন তারিখ যেমন মৃত্যুর ৩য়, ৪র্থ বা ৪০তম দিনকে অধিক বরকতপূর্ণ মনে করে নির্ধারণ করার বিধান কি? ঈসালে সওয়াবের মাসনুন তরীক্বা কি?
জনাব মুফতি সাহেব হুজুরের কাছে আবেদন এই যে, উক্ত বিষয়গুলো সম্পর্কে সঠিক শরয়ী সমাধান দিয়ে আমাদেরকে রাহনুমায়ী করবেন।