সহিংসতা ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং দীনী শিক্ষা পাঠ্যক্রম পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপক গবেষণার মাধ্যমে দীনী শিক্ষা পাঠ্যক্রমের ওপর একটি মানসম্মত কারিকুলাম প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।ইসলামের নামে কোন সন্ত্রাসী কার্যকলাপকে এ দেশের ধর্মপ্রাণ মানুষ সমর্থন করে না। বাংলাদেশ সরকার সবসময় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে অঙ্গীকারবদ্ধ। আর এই সম্পর্কের মাধ্যমে দুই দেশের মুসলিম জনগণ আরো লাভবান হবে। ইসলাম সন্ত্রাসী ও জঙ্গিবাদী ধর্ম এই ধারণাকে ভুল প্রমানিত করার জন্যই মুসলিম দেশগুলোকে হানাহানি ভুলে পারস্পারিক সহযোগিতার লক্ষ নিয়ে কাজ করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ বলেন, আলিয়া ও কওমী আলেমগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে এবং দেশ থেকে সহিংসতা ও জঙ্গিবাদ নির্মূল হবে। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর শায়খ আল্লামা গোলাম মওলা নকশেবন্দী বলেন, ইসলাম সন্ত্রাসী ধর্ম নয়, ইসলাম শান্তি ও ভালবাসার ধর্ম।